“নওগাঁয় জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে জেলা রোভার এর ৩ দিন ব্যাপি কর্মসূচি পালন “

মো নাহিদ হাসান নওগাঁঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
9.0kভিজিটর

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে সারাদেশের ন্যায় নওগাঁ জেলা রোভার এর পক্ষ থেকে ৩ দিন ব্যাপি কর্মসূচি পালন করা হয়েছে।

প্রথম দিনে সকাল ৯ টায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর মোঃশরিফুল ইসলাম খান,কমিশনার,মোঃমোফাখ্খার হোসেন খান,ও সহকারি অধ্যাপক মো.নাসিম আলম,সম্পাদক,নওগাঁ জেলা রোভার ২৪ জন রোভার ও গার্ল ইন রোভারের নেতৃত্বদানে ছিলেন জেলা রোভারের প্রতিনিধি মো.মাহফুজুর রহমান।

১৬ই আগস্ট রাত ৯ টায় জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে অনলাইন জেলা রোভার নির্বাহী সদস্য ও বিভিন্ন ইউনিটের আর,এস,এল ৬৫ জন রোভার গার্ল ইন রোভার শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর জীবন কাহিনী,তাঁর আদর্শ, সহ বেশ কিছু বিষয় নিয়ে (গুগল মিটে) আলোচনা করা হয়।উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেরদৌস আহম্মেদ,জাতীয় কমিশনার,বাঃস্কাঃ,বিশেষ অতিথি,প্রফেসর মো:শরিফুল ইসলাম খান,সহ সভাপতি,ন.জে.রো ছিলেন,সম্পাদক মো.নাসিম আলম সঞ্চালক ছিলেন রেশমা পারভীন,সহকারি কমিশনার,ন.জে.রো।

চলমান কর্মসূচীর তৃতীয় দিন ১৭ই আগষ্ট বিকেল ৫ টায় নওগাঁ আস্তান মোল্লা মহাবিদ্যালয়ে নওগাঁ জেলা রোভার থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়৷ উক্ত কর্মসূচি তে উপস্থিত ছিলেন,প্রফেসর মো:শরিফুল ইসলাম খান,সহ সভাপতি,
ন.জে.রো.জেলা রোভারের কমিশনার মোঃমোফাখ্খার হোসেন খান ছিলেন সহকারি অধ্যাপক মো.নাসিম আলম সম্পাদক,নওগাঁ জেলা রোভার
সহযোগিতায় ছিলো,রোভার মাহফুজ,কাবিল,ইব্রাইম সহ রোভার গার্ল ইন রোভার এর সদস্য।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x