উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর
2.4kভিজিটর

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুতের খুঁটির টানার সঙ্গে কোদাল লেগে বিদ্যুৎস্পৃষ্টে নুরনবী (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।নুরনবী উলিপুর পৌরশহরের পশ্চিম নাওডাঙ্গা গ্রামের মফিজুর ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, নুরনবী সকালে বাড়ির পাশে জমিতে মাটি কাটছিল। এ সময় বিদ্যুতের খুঁটির টানার সঙ্গে কোদাল লেগে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

রে পরিবারের লোকজন তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।উলিপুর থানার উপ-পরিদর্শন (এসআই) মো. আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x