নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ পরিচয়ে প্রতারনা কালে প্রতারক চক্রের সদস্য রহমত উল্লাহ ওরফে নওশাদ(৩৮)কে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানার ভোলাব ফাড়ির এস আই আব্দুল লতিফ। গতকাল ১৭ই আগষ্ট বুধবার সকাল ১১:৩০ মিনিটে তাকে কাঞ্চন পৌরসভা থেকে গ্রেফতার করা হয়।
এজাহার থেকে জানা যায়, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলামের অফিসে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় প্রতারক নওশাদ প্রবেশ করে পরিচয় দেয় তিনি ভ্রাম্যমান আদালতের টিমের সাথে আসছে।
এলাকায় ইভটিজিং সহ নানা অপরাধের জন্য ভ্রাম্যমান আদালন পরিচালনা করা হবে। মেয়র রফিকুল ইসলাম তাকে প্রশ্ন করে যে আপনি একা কেন? ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে ম্যাজিষ্ট্রেটের সাথে আপনি আসিবেন। কথার মার পেচে সঠিক জবাব দিতে না পারায় প্রতারক নওশাদ মেয়র রফিকুল ইসলামকে ভিতরের রুমে গিয়ে কথা বলতে বলেন। পরে মেয়র রফিকের কাছে অনৈতিক ভাবে টাকা দাবী করে টাকা না দিলে মেয়র রফিকের ভিবিন্ন ক্ষতি করবে বলে হুমকী প্রদান করে।
পরে তার পরিচয় নিয়ে সন্ধেহহলে প্রতারক নওশাকে আটক রেখে ভোলাব পুলিশ ফাড়িতে খবর দিলে ফাড়ির এস আই আব্দুল লতিফসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে রূপগঞ্জ থানায় হস্থান্তর করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ বলেন, আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে প্রতারক নওশাদকে পুলিশ হেফাজতে নিয়ে এসেছি। মামলার প্রকৃয়া চলমান। ধারা মতে তার বিরোদ্ধে প্রতারনার মামলায় তাকে জেল হাজতে প্রেরন কর হয়।