ময়লা খাবার পরিবেশন করে বিভিন্ন মহলে ও গ্রাহকদের ক্ষোভের শিকার হয়েছে বরিশালের ফলপট্টির ‘হাজী কাচ্চি ঘর’। নতুন বাণিজ্যিক এই প্রতিষ্ঠান ব্যবসার শুরুতেই গ্রাহকদের সাথে বাজে আচরণ, ময়লা,বাসি-পঁচা খাবার পরিবেশক হিসেবে নিন্দার শিকার হয়েছেন। গ্রাহক ও ভুক্তভোগীরা ফেইসবুকে,ফুড ব্লগে এর নিন্দা জানিয়ে নেগেটিভ রিভিউও দিযেছেন ইতিমধ্যে। যদিও বিক্ষুব্ধদের কাছে ক্ষমা চেয়েছে কতৃপক্ষ।
ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়,গত ৪ আগষ্ট বরিশালে ফলপট্টি এলাকায় হাজী কাচ্চি ঘর নামে নতুন এই রেস্টুরেন্টের উদ্ভোদন করা হয়।গ্রাহকদের আকর্ষণ করারজন্য ডিসকাউন্ট এর অফার দেয়া হয় ২৫০ টাকার কাচ্চি ১৭৫ টাকার একটি বিজ্ঞাপনে দোকানে খাবার খেদে যায় তরুন বয়সের কিছু ছাত্রছাত্রী ওই দিন অফারের কারনে অনেক কাস্টমারের ভিড় করে হাজী কাচ্চি রেস্টুরেন্টে।এর পর ৬ তারিখে বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের কিছু ছাত্র একত্রে হাজী কাচ্চিতে খেতে রেস্টুরেন্টে যায়।যদিও গিয়ে বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাদের। পরে ভিতরে প্রবেশের সুযোগ পায়।ভিতরে প্রবেশের পরে তাদের প্রায় ১ ঘন্টা বসিয়ে রাখে কতৃপক্ষ।
এসময় যারা প্রভাবশালী ও বেশভূষায় চাকচিক্য রয়েছে তাদেরকে খাবার সরবরাহ করা হয় হয় দ্রুত এমনই অভিযোগ ভুক্তভোগীদের।এক পর্যায়ে তাদের খাবার পরিবেশ করা হলে প্রায় সবার প্লেটে ময়লা ও মাথার ছোট ছোট চুল পাওয়া যায়।এছাড়াও গোস্ত ছিল আধাসিদ্ধ।কোন কোনো প্লেটে মাংসের পরিবর্তে শুধু হাড় ও সামান্য মাংস পাওয়া গেছে।
খাবার পরিবর্তন করে দিতে বললে তারা অসদাচরণ করে গ্রাহকদের সাথে, অভিযোগ ভুক্তভোগীদের।
এ বিষয়ে ভুক্তভোগীরা বিভিন্ন ফুড ব্লগে অভিযোগ আকারে স্ট্যাটাস দিয়ে এই রেস্টুরেন্টে যেতে না করেন সবাইকে।
অভিযুক্ত রেস্টুরেন্ট কতৃপক্ষ বলেন ‘ আমরা বিষয়টি জেনে খাবার বদলে দিয়েছি এবং মাফ চেয়েছি।