প্রশাসনের নানা আয়োজনে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
-
আপডেটের সময় :
সোমবার, ১৫ আগস্ট, ২০২২
6.4kভিজিটর
মোংলা উপজেলা প্রশাসনের নানা আয়োজনে যথাযথ মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে ১৫ই আগষ্ট উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ১৯৭৫ সালে ১৫ ই আগষ্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ ছাড়া মোংলা উপজেলার অফিসার্স ক্লাবে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবু তাহের হাওলাদার, সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, মোংলা থানা অফিসার ইনচার্জ ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য।
এই বিভাগের আরও খবর