সাপাহারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
সাপাহারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী নিহত
7.8kভিজিটর

নওগাঁর সাপাহারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ৪র্থ শ্রেণীর ওমর আলী (১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার দুপুর ১২ টায় দিকে উপজেলার মির্জাপুর গ্রামে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। স্থানীয়দের ধারণা পুকুরে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে ওমরের। নিহত ওমর আলী ওই গ্রামের জামাল হোসেনের ছেলে ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানাগেছে।

নিহতের প্রতিবেশী আব্দুর রহিম এ প্রতিবেদককে জানান, বাড়ীতে বাবা মা না থাকায় ওই দিন আনুমানিক বেলা সাড়ে ১০ টার দিকে গোসল করার জন্য বাড়ী থেকে বের হয়ে যায় ওমর আলী। বাড়ীতে তার মা ফিরে এসে দেখেন তার ছেলে সন্তান বাড়ীতে নেই। তার মা ধারনা করেন ছেলে ওমর হয়তো স্কুলে গেছেন। এই ভেবে নিশ্চিন্তে থাকেন তার মা সহ পরিবারের লোকজন। অপরদিকে বেলা ১২ টার দিকে ওই পুকুরে একই গ্রামের তরিকুল মেম্বারের ছেলে জাহিদ গোসল করতে পানিতে নামেন। এসময় তার পায় কিছু একটা বাঁধে। সে পানিতে ডুব দিয়ে দেখতে পায় একটি লাশ পানির নিচে ডুবে আছেন। এতে জাহিদ ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই পুকুরের পানির গভীর হতে নিহত ওমর আলীর মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যান স্থানীয়রা।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সোহেল চৌধুরী রানা,
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ ০১৭৬১৫৮০৯৫৯
১৪ আগস্ট ২০২২ ইং

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x