ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৪ বছর থেকে ৩ বছরে কমিয়ে আনার ইঙ্গিতঃ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৪ বছর থেকে ৩ বছরে কমিয়ে আনার ইঙ্গিতঃ
2.7kভিজিটর

ঢাকা থেকে তৌফিক আহমেদ, ইন্জিনিয়ারিং শিক্ষার্থী, কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম এর মেয়াদ ৪ বছর থেকে কমিয়ে ৩ বছর করার দাবি জানিয়েছে।

প্রথমত ৪ থেকে ৩ বছরে কমিয়ে আনলে সময় বেঁচে যাবে তাতে দ্বিমত নেই। দ্রুত কর্মসংস্থানে প্রবেশ করতে পারব, পরিবারের হাল ধরতে পারব আলহামদুলিল্লাহ খুব ভালো কথা।

তবে আমার মতে,
১. ১০ম গ্রেড/ উপ-সহকারী প্রকৌশলী বা নন-ক্যাডার পদ অপরিবর্তিত থাকবে না!!! (সেক্ষেত্রে ৩ বছর কেন ১ বছর করলেও সমস্যা নাই।)
২. ৩ বছর করলে, বিএসসির মেয়াদ ডুয়েটসহ ডিপ্লোমা ধারীদের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ৩ বছর করতে হবে।
৩. ডিপ্লোমা ধারীদের জন্য খুব দ্রুত বিভাগীয় শহর গুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন/ ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করতে হবে।
৪. নতুবা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমাদের জন্য আলাদা ইউনিট খুলতে হবে। একই ভাবে কৃষিদের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং মেরিনদের জন্য মেরিন একাডেমিতে।
৫. নতুন ল্যাব স্থাপত সহ ২.৫ বছর শিক্ষা কার্যক্রম + দক্ষতার জন্য ফুল ৬ মাস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এবং ট্রেনিং ভাতা দ্বিগুন করতে হবে।
৬. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তির ক্ষেত্রে বাপ দাদা ভর্তির সিস্টেম অর্থাৎ বয়সের শীতিলতা উঠিয়ে দিতে হবে এবং পূর্বের অবস্থা বহাল রাখতে হবে।

আপনাদের দাবি থাকলে আমাদেরও দাবি থাকতে পারে। আমার এই ৬টা দাবি পূরণ করলে আপনাদের দাবি পূরণে বাধা থাকবে না আশা করি।
বুঝে মন্তব্য করুন।

ধন্যবাদান্তে
শিক্ষক ও ক্ষুদে লেখক
এ.এইচ.এম তৌফিক আহমেদ,
এক্স সিভিল ইঞ্জিনিয়ারিং
ডি.পি.আই- ৬৬ তম ব্যাচ
সেশন- ২০১৭-১৭

রুবেল আবির, জেলা প্রতিনিধি রংপুরঃ

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x