নীলফামারী ডিমলা উপজেলার ৬ নং নাউতারা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নামকরণ করে গাছ ও বাঁশ কেটে সাভার করেছে ভূয়া কমিটির সদস্য বৃন্দ / ভূয়া কমিটি।
এলাকাবাসী সূত্রে জানা যায় তৎকালীন প্রেসিডেন্ট আলহাজ্ব হোসেন মোহাম্মদ এরশাদ ইবতেদায়ী মাদ্রাসা ঘোষণা দিলে সেই সময়ের কিছু কিছু দানবীর ব্যক্তি প্রতিষ্ঠান হওয়ার লক্ষে জমি ওয়াকফো দেন এরে কিছুদিন পর এরশাদ সাহেব তা স্থায়িত্ব ঘোষণা করেন।
এর পর থেকে সেখানে কোন প্রতিষঠান না থাকায় যে যার ওয়াকফো জমিগুলো ভোগ করে আসিতেছেন। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু তরুণ ও যুবক বয়সে ও মূর্খ ভূয়া কমিটি সেজে এলাকার সম্মানী লোকের সম্মানহানি হুমকি ধুমকি সহ অপরিপক্ষ গাছ ও পরিপক্ষ বাঁশ কেটে পকেট জাত করতেছে।এজে ঠগের পাঠ শালা।
এমনটি চলতে থাকলে সমাজ ব্যবস্থা দিনে দিনে অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে। এসকল দুষ্কৃতি কারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এলাকা বাসীর দাবি।