সালথায় প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সাধারণ সভায় সভাপ‌তি মাইনুল, সম্পাদক জা‌হিদ

শরিফুল হাসান সালথা উপজেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
5.1kভিজিটর

বাংলা‌দেশ শিক্ষক স‌মি‌তি সালথা উপ‌জেলা শাখার উ‌দ্যো‌গে প্রাথ‌মিক শিক্ষার মান উন্নয়‌ন ও উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির নতুন ক‌মি‌টি গঠ‌নের ল‌ক্ষ্যে সাধারণ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বাংলা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তি সালথা উপ‌জেলা শাখার আ‌য়োজ‌নে শুক্রবার (১২ আগষ্ট) বেলা ১০টায় উপ‌জেলা মা‌ল্টিপার হলরু‌মে এই সাধারণ সভা অনু‌ষ্ঠিত হয়।

উপ‌জেলা প্রাথমিক শিক্ষক স‌মি‌তির দীর্ঘ দি‌নের বিবাদমান অন্ত কলহ মি‌টি‌য়ে উপ‌জেলার সমস্ত শিক্ষক/শি‌ক্ষিকা সাধারণ সভায় এক‌ত্রিত হ‌য়ে উপ‌জেলার ইউসুফ‌দিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক মো. মাইনুল ইসলাম‌কে সভাপ‌তি ও সালথা সরকারি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক মো. জা‌হিদুর রহমান জা‌হিদ কে সাধারণ সম্পাদক ম‌নো‌নিত ক‌রে। পরব‌র্তি‌তে দ্রুত সম‌য়ে পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষণা করা হ‌বে ব‌লে জানা যায়।

উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মিতির সাধারণ সম্পাদক মো. র‌বিউল আলমের সভাপ‌তি‌ত্বে ও সভাপ‌তি সৈয়দ নাজমুল হো‌সেন লিটুর সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ফ‌রিদপুর জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি গোলাম রহমান। বি‌শেষ অ‌থি‌তি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ফ‌রিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এছাড়াও উপ‌জেলায় কর্মরত প্রায় সকল শিক্ষক/শি‌ক্ষিকা উপ‌স্থিত ছি‌লেন।

সাধারণ সভায় বক্তারা ব‌লেন, নব গ‌ঠিত ক‌মি‌টির সদস‌্যরা উপ‌জেলার প্রাথ‌মিক শিক্ষার মান উন্নয়‌নে এবং শিক্ষক/শি‌ক্ষিকা‌দের অ‌ধিকার আদা‌য়ে সর্বাত্মক ভূ‌মিকা রাখ‌বে ব‌লে আশা প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x