গঙ্গাচড়ায় আগুনে কৃষকের ২টি গরু ও তিনটি ঘর পুড়ে গেছে
রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের গান্নারপাড় গ্রামে আজ ৯ আগষ্ট মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনায় এক কৃষকের ৩টি ঘর পুরে গেছে ও ২টি গরু অগ্নিদগ্ধ হয়েছে।
ক্ষতিগ্রস্ত দুদু মিয়া (৬৫) জানায়, তার অতীতে অনেক সম্পদ ছিলো তিস্তার ভাঙ্গন কবলে পড়ে সর্বস্ব হারিয়ে মাত্র ৪শতক জমিতে বাড়ি করেন এবং দিনমজুরি করে সংসার চালায়।চলতি মাসের বন্যায় ঘরে পানি উঠলে পার্শ্ববর্তী স্কুলে ঠাই নিয়েছিলেন।বন্যা পরিস্থিতি উন্নতি হলে আবার ঘরে ফিরেন তিনি।
কয়েকজনের সাথে কথা বলেও আগুনের সূত্রপাত কিভাবে ঘটে সেবিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।শেষ সম্বল টুকু হারিয়ে দিশেহারা দুদু মিয়ার পরিবার।