শিরোনাম:
হিজলায় বিএনপি’র সংবাদ সম্মেলন। কালুরঘাট সেতুসহ ২৪ হাজার ৪১৩ কোটি টাকায় অনুমোদন বোয়ালমারীতে ১১৯টি মন্ডপে পূজা অর্চনায় প্রস্তুত, কড়া নিরাপত্তায় প্রশাসন গোপালগঞ্জে কাশিয়ানী ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা! ১০ গুণ বেশি ব‍্যয়ের আজ একনেকে উঠছে কালুরঘাট সেতু বৈজ্ঞানিক পদ্ধতিতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দাবি যাত্রী কল্যাণ সমিতি মধুখালীতে শিক্ষায় অনিয়মের তথ্য সংগ্রহ সাংবাদিক লাঞ্ছিত,ঘটনায় আদালতে মামলা নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির আলো ছড়াতে অনন্য উদ্যোগ সালথায় খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

মেগা ফিড কোম্পানীর প্রতারনার শিকার ঝালকাঠির এইচ বি এ্যাগ্রো ফার্ম: ক্ষতিপুরন দাবী

ঝালকাঠি প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
161.0kভিজিটর

স্পেক্ট্রা হেক্সা নাম সাই মেগা ফিড কোম্পানীর যশোর তেলাপিয়ার মনোসেক্স পোনা ক্রয় করে প্রতারনার শিকার ও লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে ঝালকাঠির বিনয়কাঠির বহরমপুরের এইচ বি এ্যাগ্রো ফার্ম। সরেজমিন প্রদর্শন, ফার্মের মালিক ও স্থানীয় সূত্র জানিয়েছে, এইচ বি এ্যাগ্রো ফার্ম স্পেক্ট্রা হেক্সা নাম সাই মেগা ফিড কোম্পানীর যশোরের বরিশালের ডিলার আল মদিনা ট্রেডিংয়ের নামে ২০২১ সালের ৪ নভেম্বর ৫০ হাজার পিচ মনোসেক্স তেলাপিয়ার পোনা ক্রয় করে।

বিক্রয়ের সময় মেগা ফিড কোম্পানীর ডিলার ও বরিশালের বিভাগীয় ইনচার্জ বলেছেন তিন মাসে মাছের সঠিক সাইজ হবে এবং এক বছরে কোন বাচ্চা দিবেনা।
মেগা ফিড কোম্পানী থেকে পোনা নেয়ার পরে এইচ বি এ্যাগ্রো ফার্ম মাছের মেগা ফিড খাওয়ানোর তিন মাসের মধ্য বাচ্চা দেয়। ফলে ক্ষতির সম্মুখীন হয় ফার্মের মালিক। প্রায় দশ লাখ টাকা ব্যয় করেছে ইতিমধ্য। হয়েছে প্রতারনার শিকার।

লাভের বদলে ক্ষতি হওয়ায় ফার্মের মালিক দুঃশ্চিন্তায়। বিশ্বাস, নির্ভরতা সব দিক দিয়ে মেগা ফিড শ্লোগান নিয়ে তেলাপিয়ার মনোসেক্স পোনা বিক্রি করলেও প্রতারিত হচ্ছে মাছ চাষিরা।

এ ব্যাপারে এইচ বি এ্যাগ্রো ফার্মের মালিক মোঃ বেলায়েত হোসেন জানান, আমি সরল বিশ্বাসে ৫০ হাজার পিচ পোনা ক্রয় করেছি। এক বছরে বাচ্চা দিবেনা কোম্পানীর লোকজন বললেও তিন মাসে বাচ্চা দেয়ার কারনে পুরোটাই এখন লস। তিনি বলেন স্পেক্ট্রা হেক্সা নাম সাই মেগা ফিড কোম্পানীরর নামে এবং ডিলারের নামে ক্ষতিপুরন, বিশ্বাষ ভঙ্গ এবং প্রতারনার কারনে আইনী ব্যবস্থা গ্রহন করবো। বেলায়েত হোসেন বলেন পোনা, খাবার, শ্রমিক, ঔষধসহসহ দশ লক্ষাধিক টাকা ব্যয় করে এখন আমি প্রতারিত। লাভের বদলে আমি এখন লসের ঘানি টানছি।

এ ব্যাপারে বরিশালের ডিলার আল মদিনা ট্রেডিংয়ের মালিক পারভেজ বলেন, আমাদের আল মদিনা ট্রেডিংয়ের নামে স্পেক্ট্রা হেক্সা নাম সাই মেগা ফিড কোম্পানী থেকে ৫০ হাজার পিচ মনোসেক্স তেলাপিয়ার পোনা নিয়েছে এইচ বি এ্যাগ্রো ফার্ম। আমাকে ফার্মের মালিক বেলায়েত হোসেন জানিয়েছে যে, তিন মাসের মধ্য বাচ্চা দিয়েছে। আমি বিষয়টি জেনে স্পেক্ট্রা হেক্সা নাম সাই মেগা ফিড কোম্পানীর বরিশালের প্রতিনিধিকে জানিয়েছি।

এ ব্যাপারে স্পেক্ট্রা হেক্সা নাম সাই মেগা ফিড কোম্পানীর বরিশালের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, আমি অভিযোগ পাওয়ার পরেই এইচ বি এ্যাগ্রো ফার্ম সরেজমিন পরিদর্শন করেছি। কেন এমনটা হলো তা আমার জানা নাই। ক্ষতি পুরনের বিষয়ে বলেন, আবার পোনা ক্রয় করলে আমরা অতিরিক্ত পোনা দিবো।

দশলক্ষাধিক টাকা ক্ষতি হলো কিছু পোনা দিয়ে কি ক্ষতিপুরনের দাবী যৌক্তিক কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৪ থেকে পাচ লাখ টাকার খাবার দিয়েছে মাছরে। পোনার দাম ৮০ হাজার টাকা। অন্যান্য ব্যয়ের কথা স্বিকার করে বলেন আমি কোম্পানীকে জানাবো তবে তারা কোন ক্ষতিপুরন দিবেনা।

এ ব্যাপারে স্পেক্ট্রা হেক্সা ফিডস এবং স্পেক্ট্রা হেক্সা নাম সাই কোম্পানী লিমিটেড এর সিনিয়র এজিএম কৃষিবিদ রনজিৎ দেবনাথ ও এজিএম মীর আশফাক হোসাইনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেনি।

স্থানীয় একাধিক লোকজন জানিয়েছে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এইচ বি এ্যাগ্রো ফার্ম। ব্যাংকঋণ ও ধার দেনা করে ফার্মটি করেছেন এর মালিক বেলায়েত হোসেন। দেনা আছে মাছের খাবারের দোকানেও। ক্ষতিপুরন না পেলে ঘুরে দাঁড়াতে পারবেন না সে কথা বলছেন খোদ মৎস্য বিভাগের কর্মকর্তারাও।

লাভের বদলে ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছেন বেলায়েত হোসেন। তিনি বলেন, আমাকে একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে তাদের প্রতারনা। ব্যাংকে লোন, বিভিন্ন দোকানে দেনা আছে। তিনি বলেন, এক টাকার মাছও বিক্রি করতে পারেনি। ১০ লাখ টাকার ক্ষতি হয়ে নিঃস্ব হয়ে গেছি।

এব্যাপারে স্পেক্ট্রা হেক্সা ফিডস এবং স্পেক্ট্রা হেক্সা নাম সাই কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খান মো. আফতাব উদ্দিনের অফিসে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x