ভোলায় হত্যার প্রতিবাদে পাবনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
6.8kভিজিটর

ভোলায় সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে সংগঠিত বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহত সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকালে বিক্ষোভ মিছিলটি শহরের মহিষেডিপু থেকে বের হয়ে বড় বাজার ঘুড়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মোজাহিদ ক্লাব মোড়ে এসে শেষ হয়।

পাবনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা সম্রাটের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন খান জ্যাকির পরিচালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা। এ সময় বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মুহিত।

এ সময় অন্যান্যাদের মাঝে আরো উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আল মমিন,মমিন মোল্লা,ছাইদুর রহমান,সদস্য আকতারুল ইসলাম, আবুল খায়ের,মোস্তফা মণ্ডল,মুকুল বিশ্বাস,হৃদয় হাসান রাব্বি,মোঃ আমিরুল ইসলাম,মাসুদ রানা ও পাবনা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক লিটন শেখসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে মোজাহিদ ক্লাব মোড়ে পথসভায় স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য রাখেন। বক্তব্যে বক্তারা আব্দুর রহিম হত্যার বিচারের দাবি জানিয়ে কঠোর কর্মসুচি দেওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x