ভাসমান পেয়ারা বাজারে সচেতনতা মূলক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মো. নাঈম হাসান, ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
ভাসমান পেয়ারা বাজারে সচেতনতা মূলক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
7.0kভিজিটর

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের অন্তর্গত ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে সচেতনতামূলক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ (৫আগস্ট) শুক্রবার ঝালকাঠি জেলা প্রশাসন’র আয়োজনে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস এর সহযোগিতায় বিশেষ সচেতনতামূলক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

এ অভিযানে উপস্থিত ছিলেন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস’র সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, দপ্তর সম্পাদক ফেরদৌস কবির অভিক, ক্রীড়া সম্পাদক জাকারিয়া রাব্বি, সাংস্কৃতিক সম্পাদক রাইয়ান বিন কামাল, ইয়াস ব্লাড ব্যাংকের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ভূইঁয়া, সদস্য মোঃ রাব্বি সহ স্থানীয় প্রশাসন এর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সদস্যরা পর্যটকদের দৃষ্টি আকর্ষন করে সচেতনতার লক্ষ্যে মাইকিং করে পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা বাজার এলাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে বলে। তারা পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের বোতল, ওয়ান টাইম গ্লাস, প্লেট, পলি জাতীয় পদার্থ পানিতে ফেলা থেকে বিরত থাকার আহ্ববান জানান। জীববৈচিত্র রক্ষায় সকলকে বাজারের আশে পাশে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো থেকেও বিরত থাকতে আহবান জানান।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x