রংপুরে অনুমোদনহীন ঔষধ কারখানায় অভিযান

মোঃসিরাজুল ইসলাম রংপুর ব্যুরো প্রধানঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
ঔষধ কারখানায় অভিযান
1.6kভিজিটর

রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকার মন্ডলপাড়ায় অনুমোদনহীন ঔষধ কারখানা এসআর ল্যাবরেটরীজে অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে আজ (৩ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।অনুমোদনহীনভাবে কারখানা পরিচালনা, কেমিস্ট না থাকাসহ নানা অনিয়ম থাকার অপরাধে কারখানার মালিক রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

অভিযানে কারখানা পরিচালনার অনুমতি না পাওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম ও রংপুর মেট্রোপলিটন পুলিশ সসদ্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া এসময় অনুমোদনহীন ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x