ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা শিরগ্রাম রাস্তায় মো. লুৎফর রহমানের বাড়ির সামনে থেকে এক প্রধান শিক্ষিকার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখে পালিয়েছে দুই ছিনতাইকারী থানা পুলিশ খবর পেয়ে ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
থানা পুলিশ ও ঘটনাস্থল থেকে জানা, বুধবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শিরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া বেগম আলফাডাঙ্গা ব্যাংক থেকে তার বেতন তুলে ভ্যান যোগে গুনবহা গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিল। গুনবহা গ্রামের লুৎফর রহমানের বাড়ির সামনে আসলে ওই ভ্যানে থাকা অপরিচিত এক ছিনতাই কারী তার ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে ভ্যান থেকে নেমে যায়।
এ সময় তার সহযোগী মোটরসাইকেল নিয়ে আসলে দুজনে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। ওই প্রধান শিক্ষিকার ডাকচিৎকারে লোকজন ছুটে আসলে তারা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেল উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক কাজী আবুল বাশার বলেন, ছিনতাইকারীদের ফেলা যাওয়া মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।