নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহরের ভোলানাথপুর,বুরুলিয়া গ্রামে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
গত কাল রাত আনুমানিক ১০ঃ০০ ঘটিকায় কুয়েত হতে নিজ বাড়িতে আসেন শাওন মিয়া। যথারীতি সবার সাথে দেখা করে আনুমানিক রাত ১২.০০ ঘটিকার দিকে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ২.০০ ঘটিকার সময় শাওন মিয়ার আপন চাচা ফাইজুল(৩৫),পিতা আক্কাস আলী, ৫/৬ জন লোক সাথে নিয়ে শাওন মিয়ার ঘরের দরজা ভেঙ্গে দেশীয় অস্ত্র ছেন-দা,ধারালো চাকু গলায় ঠেকিয়ে বিদেশ থেকে আনা ৭শত কুয়েতি রিয়াল (যাহার মুল্য আনুমানিক ২লক্ষ্য দশ হাজার টাকা, নগদ ১লক্ষ্য পঞ্চাশ হাজার টাকা, ৮ ভরি স্বর্নালংকার সহ সবমোট ১০ লক্ষ্য দশ হাজার টাকা নিয়ে গেছে। এ সময় শাওন মিয়ার স্ত্রী মিথিলা আক্তার বাধা দেয়ার চেষ্টা করলে স্বামী ও স্ত্রী দুজন কে মারধর করে। পরে মিথিলা আক্তার কে রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।