নওগাঁয় রাণীনগর আবাদপুকুর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা, পূর্বের দামে ক্রয়কৃত সয়াবিন তেল অতিরিক্ত মূল্যে বিক্রয় করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার।
বুধবার (১৮ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় আজ বুধবার রাণীনগর উপজেলায় আবাদপুকুর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা, পূর্বের দামে ক্রয়কৃত সয়াবিন তেল অতিরিক্ত মূল্যে বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আকাশ স্টোরের মালিক মোফাজ্জল হোসেনকে ১০ হাজার ও সাথী স্টোরের মালিক শাহজাহান আলীকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরোও বলেন, এসময় আকাশ স্টোর থেকে ৪ ব্যারেল খোলা সয়াবিন তেল উদ্ধার এবং পূর্বের মূল্যে ভক্তদের মাঝে বিক্রয় করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব আব্দুল মান্নান ও আবাদপুকুর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম সহযোগীতা করেন।