নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে উন্নত যন্ত্রপাতি ভর্তুকি মূল্যে একটি কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে একজন কৃষকের মাঝে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে উপজেলা চত্বরে এ যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলি।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ নাথ রায় সহ উপকারভোগী নুর আলম প্রমুখ।