দাগনভূঞায় কৃষিজমির মাটি বিক্রির দায়ে জমির মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা
আশফাল আহম্মেদ রাফি,ফেনী প্রতিনিধি: দাগনভূঞায় কৃষিজমির মাটি ইটভাটায় বিক্রির দায়ে নাছির উদ্দিন নামের এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েত ভূঞা ঈদগাহ মাঠ সংলগ্ন জমি ১৩ ফুট গভীর করে ইটভাটায় মাটি বিক্রি করছেন মালিক নাছির উদ্দিন। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। মাটি বিক্রির কথা স্বীকার করায় নাছির উদ্দিনকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান দেন।
জমির মালিক নাছির উদ্দিন জানান, পাশের এনবিএম-৫ নামের একটি ইটভাটার কাছে ১০০ শতক জমির ৮ ফুট মাটি বিক্রি করি। কিন্তু ভাটা মালিক শর্ত ভঙ্গ করে ১৩ ফুট মাটি নিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজালা পারভীন রুহি জানান, যে স্থান থেকে মাটি কাটা হচ্ছে ওই স্থানে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ তৈরির জন্য ভূমি অধিগ্রহণের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।