শনিবার (১২.০৩.২২) ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের বিলাসী কমিউনিটি সেন্টারে ফরিদপুর জেলা ও বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহজাহান
মীরদাহ পিকুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সহসভাপতি শামিম হক ও খসরুজ্জামান দুলু, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুল হক ও মাইনোদ্দিন মানু, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম আহম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মোশারফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা প্রমুখ।