ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামের ভূমিদস্যু দেলোয়ারের হাত থেকে মুক্তির দাবীতে গ্রামবাসীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় বেড়াদি বাজার এলাকায় মহিশালা-বেড়াদি সড়কের উপর
কয়েকশত লোক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।
এ সময় দেলোয়ারের হাত থেকে
মুক্তির দাবি সম্বলিত বেনার ফেষ্টুন প্রদর্শন করা হয়। সংখ্যালঘু হিন্দুদের যায়গা জমি জোর
পূর্বক দখলসহ বিভিন্ন অভিযোগে ভূমি দস্যু দেলোয়ারের অনৈতিক কর্মকান্ডের বিচার
দাবি করেন তারা। এ সময় বক্তব্য রাখে বীর মুক্তিযোদ্ধা মোখলেচুর রহমান বাচ্চু মিয়া, এনামুল
মোল্যা, ইউপি সদস্য হাসান শেখ, আবীর হোসেন, আকরাম মাতুব্বর, জাহিদ হোসেন, জাফর
মাতুব্বর, শহীদ মাতুব্বর, আরিফ শেখ, বাবু শেখ, অনুপ কুমার চন্দ্র প্রমুখ।
এনামুল মোল্যা জানান, দেলোয়ার বেড়াদী গ্রামের আব্দুল জলিল মোল্যর চতুর্থ ছেলে। সে ঢাকা সিএমএম আদালতে তথ্য ও প্রসিকিউশন (জিআর শাখা) বিভাগে ওমেদার হিসেবে
কর্মরত আছে। আদালতে এই চাকরী পাওয়ার পর থেকে দেলোয়ার ও তাঁর পরিবার ফুলে ফেপে উঠেছে।
এক সময় তাদের কিছুই ছিল না। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে দেলোয়ার।
ঢাকায় সে আওয়ামী লীগের কথা বললেও মূলত তারা বিএনপি পরিবার। এলাকায় বিএনপিকে প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য। তার চাচা জাকির হোসেন টিআই ইউনিয়ন বিএনপির সভাপতি, বড় ভাই ইদ্রিস সহসভাপতি, ছোট ভাই মাফুজুর রহমান জেলা ছাত্রদলের সদস্য। সম্প্রতি ইউনিয়ন
পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে গিয়ে চাচা টিআইকে নির্বাচনে প্রার্থী করেন। বীরমুক্তিযোদ্ধা মোখলেচুর রহমান বাচ্চু মিয়া বলেন, স্বাধীনতা বিরোধীদলের লোকজন
বর্তমানে বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। তার মধ্যে দেলোয়ার বাহিনীর লোকজন
সাধারণ নিরীহ মানুষদের ওপর হামলা চালিয়ে আসছে। এলাকাবাসী তার কথার বাইরে গেলেই
মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।
এর থেকে পরিত্রান পেতে প্রশাসনের সহযোগিতা চান মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া। জাকির হোসেন বলেন, দেলোয়ার মানে সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী, দেলোয়ার মানেই কালো টাকার ছড়াছড়ি, দেলোয়ার মানেই মিথ্যা মামলা, হামলা, দেলোয়ার মনেই আতঙ্ক। এসময় আরও বক্তব্য রাখে
ইউপি সদস্য হাসান শেখ, আবীর হোসেন, আকরাম মাতুব্বর, জাফর মাতুব্বর, শহীদ মাতুব্বর, আরিফ শেখ, বাবু শেখ, অনুপ কুমার চন্দ্র প্রমুখ।