গাজীপুর কালিয়াকৈর পৌরসভার সফিপুর এলাকা থেকে ১৩৮০ পিস ইয়াবাসহ এক মাদাক ব্যবসায়ীকে আটক করা হয়েছে আজ বুধবার দুপুরের দিকে কালিয়াকৈর উপজেলা সফিপুর জেনারেল হাসপাতালের সামনে সামনে আব্দুল আজিজের এর ১০ তলা বিল্ডিংয়ের গেটের সামনে ইয়াবা ট্যাবলেট সহ বুলবুল নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-১।গ্রেপ্তারকৃত হলে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মান্দাইল গ্রামের আজিজের ছেলে বুলবুল আহমেদ (৩৬)।
তিনি কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকার আবুল হোসেনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। র্যাব-১ এর পােড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জানান, আমরা গোপন সূত্রে জানতে পারি কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় কতিপয় লােক অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।
ওই সংবাদের ভিত্তিতে আমি ও সিনিয়র এএসপি জি. এম মাজহারুল ইসলামসহ আভিযানিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বুলবুলকে ইয়াবাসহ গ্রেপ্তার করি। ওই সময় আসামীর কাছ থেকে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ ওই এলকায় মাদক ব্যবসা করছে বলে স্বীকার করে। তার বিরুদ্ধে মামলা ও অনন্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।