‘তথ্য-সংস্কৃতি বিকাশ এবং তথ্য-ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ’ এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস্ দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ।
দিবসটি পালনের শুরুতে সকালে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের ওপারে ভারতের চ্যাংরাবান্ধা স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তাদের মাঝে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। উভয় শুল্ক স্টেশনের শূণ্য রেখায় (জিরো পয়েন্টে) ভারতের চ্যাংরাবান্ধা স্থল শুল্ক কাস্টমস্ স্টেশনের সুপারেনটেনডেন্ট ও চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমসের ডেপুটি কমিশনার (ডিসি) কেফায়েত উল্যাহ্ মজুমদার। এ সময় উভয় শুল্ক স্টেশন ও স্থল বন্দরের কর্মকর্তা এবং বুড়িমারী বিজিবি কোম্পানি কমান্ডার মোসলেম উদ্দিন উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমসের ডেপুটি কমিশনার (ডিসি) কেফায়েত উল্যাহ্ মজুমদারের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন- বুড়িমারী স্থল বন্দরের সহকারি পরিচালক (এডি) রুহুল আমীন, বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আনোয়ার হোসেন, বুড়িমারী সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মতিউজ্জামান, বুড়িমারী শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা গোবিন্দ লাল সরকার, আহসান উল্লাহ্, সহকারি রাজস্ব কর্মকর্তা অচিন্ত কুমার ঝাঁ, ব্যবসায়ী শাহিনুর আলম শাহিন, রেকায়েত হোসেন লাবু প্রমূখ।