আর মাত্র পাঁচ দিন পর ৬ষ্ঠ ধাপে ইউপি নির্বাচন। নওগাঁর নিয়ামতপুরে ভাবিচা ইউপিতে ভোটে জোরেশোরে চলছে প্রচার-প্রচারণা। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ওবাইদুল হক প্রচার-প্রচারণায় এগিয়ে থাকলেও স্বতন্ত্র প্রার্থীরা শুধু নালিশে ব্যস্ত বলে অভিযোগ স্থানীয়দের।
৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে চেয়ারম্যান , ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা ছুটছেন ভোটারদের দারে দারে। পোস্টার- ফ্যাস্টুনে ছেয়ে গেছে পুরো ইউপি এলাকা। প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন সভা-সমাবেশ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাইকিং।
বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী ওবাইদুল হক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ভোট প্রার্থনা করছেন। দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন তিনি। নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় সরগরম বিভিন্ন এলাকা।
অপরদিকে মাইকে প্রচারণা থাকলেও নীরবে চলছে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা। স্বতন্ত্র প্রার্থীরা প্রকাশ্যে কোনো প্রচার-প্রচারণায় তেমনভাবে মাঠে নেই বলে জানিয়েছেন একাধিক নেতা।
ভাবিচা ইউনিয়নের আইনাল বলেন, এবার নৌকার জোয়ার এসেছে। নারী ভোটাররা স্বপ্রণোদিত হয়ে নৌকার মিছিল করছেন। এবার নৌকার জয় হবে।
স্বতন্ত্র প্রার্থীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী প্রতিবেদকে বলেন, স্বতন্ত্র প্রার্থীরা নীরবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। গোপন ভোটের মাধ্যমেই বিজয়ী হবে স্বতন্ত্র প্রার্থী।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল হক বলেন, ‘ স্বতন্ত্র প্রার্থীরা শুধুই নালিশ করে যাচ্ছেন। তাদের মাঠে কোনো লোক নেই, প্রচারণায়ও নেই। সকালে এসে দু-এক জায়গায় ভোট চেয়ে সন্ধ্যায় চলে যান। কোনো জনসমর্থন নেই। এ কারণেই ভোটারও তাদের সঙ্গে নেই। গত পাঁচ বছর আমি নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়ে ভাবিচা ইউনিয়নের উন্নয়নে বিপ্লব ঘটিয়েছি। আবারও জয়ী হয়ে ইউনিয়নের অসম্পূর্ণ উন্নয়ন জনগনকে সাথে নিয়ে করতে চায়।
তিনি আরও বলেন, দলের স্বার্থে নিরলস ভাবে কাজ করেছি বলে আমাকে আবারও নৌকা প্রতীক দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমার প্রান প্রিয় নেতা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। তাদের আস্হার প্রতিদান ভাবিচা ইউপির জনগণ ৩১ জানুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জানান দিবে। নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ।