ঝালকাঠি খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম রাজাপুর উপজেলায় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করেন। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে শুক্তাগড়ে সিকদার বাড়ি এলাকায় ব্রি ধান-৮৭ এর মাঠ দিবসে যোগদেন।
মাঠ দিবসের অনুষ্ঠান শেষে উপজেলার শুক্তগড় বøকের বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন উপস্থিত কৃষকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। পরে উপজেলা কৃষি অফিসে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণে উপস্থিত হয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান ও তাদের হাতে পুষ্টি বাগান স্থাপনের উপকরণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. অলিউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ এসেএপিটিও এবং উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।