নওগাঁর নিয়ামতপুরে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন।উপজেলার ৮ ইউপিতে ইউপি নির্বাচন জমে উঠেছে। উপজেলার শ্রীমন্তপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
আলহাজ্ব রফিকুল ইসলাম প্রচার প্রচারণা ও গণসংযোগে এগিয়ে রয়েছেন। প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি অলিগলি, সড়ক পথে নৌকা মার্কার পোস্টার, ব্যানারে ছেঁয়ে গেছে। চায়ের দোকান, মুদি দোকান, হোটেল ও টেম্পো স্ট্যান্ডে ভোটারদের মুখে মুখে নৌকা মার্কার প্রার্থী রফিকুল ইসলামের নাম আলোচনায় সবার মুখে মুখে।।
শ্রীমন্তপুর ইউনিয়নের শাহিন ইসলাম বলেন, নৌকার প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম একজন দরদী মানুষ। তার কাছে গিয়ে কেউ ফিরে আসেনি। তাঁর কাজের স্বীকৃতি হিসেবে নৌকা দিয়েছে। ৩১ জানুয়ারি তার বিজয় হবে বলে আশা করছি।
আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমাকে মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করি। তাদের আস্হার প্রতিদান জনগণ ভোটের মাধ্যমে দিবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ থাকে যে আগামী ৩১ জানুয়ারি ইভিএমের মাধ্যমে উপজেলার ১লক্ষ ৯৭ হাজার ৮শ ৪৭ জন ভোটার ৯০ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।