আমেরিকার ফেডারেল আদালতের বিচারক হতে চলেছেন পৈতৃক নিবাস ফেনীর মেয়ে নুসরাত জাহান চৌধুরী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ফেডারেল বিচারপতি হিসেবে মনোনীত হয়েছেন। তিনি (বাংলাদেশি মুসলিম-আমেরিকান হিসেবে) প্রথম নারী বিচারক আর যুক্তরাষ্ট্রের বিচারক হিসাবে দ্বিতীয় মুসলিম নারী বিচারক।
নুসরাত জাহান চৌধুরীর পৈতৃক নিবাস ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের বাগডুবি চৌধুরী বাড়ী
গত বছর নিউ জার্সির জেলা আদালতের প্রথম মুসলিম বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাহিদ এন কুরাইশি। ২০২১ সালের অগাস্টে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে নুসরাতকে নিয়োগ দিতে সুপারিশ করেন সিনেটের সংখ্যা গরিষ্ঠদের নেতা চাক শুমার।
নুসরাত যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল, প্রিন্সটন স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে ৮৭০ জন বিচারক আছেন।
এদের মধ্যে ৯ জন সুপ্রিম কোর্টে, ১৭৯ জন আপিল আদালতে এবং ৬৭৩ জন ডিস্ট্রিক্ট আদালতে নিযুক্ত।