রূপগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেকনোয়াদ্দা গ্রামের বন্ধু তোমার পাশে আছি সংগঠনের উদ্যোগে ৩শ’ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল ২২ জানুয়ারি শনিবার সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন হাসান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোবারক হোসেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সহ-সভাপতি হানিফ মোল্লা,
পূর্বাচল প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক লাকী আক্তার, রূপগঞ্জ ইউপি সদস্য রিটন প্রধান প্রমুখ।
পরে টেকনোয়াদ্দা গ্রামের ৩শ’ শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।#