গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৫ টি প্রকল্পের ৪০ দিনের কর্মসূচি মাটি কাটা কাজের উদ্বোধন করা হয়েছে গাড়াবাড়ীয়ার দৌলতগাড়ি মাঠে।(শনিবার)সকালে অতি দরিদ্র কর্মসংস্থান প্রকল্পের আওতায় গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫ টি প্রকল্পের রাস্তা সংস্কার কাজ শুরুর মধ্য দিয়ে ৪০ দিনব্যাপী এসব কাজ উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাাজ কল্যান সম্পাদক ও কাথুলী ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানা।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কৃষক লীগের নব নির্বাচিত ইউনিয়ন সভাপতি ও কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রেজাউর রহমান
২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু হানিফ,কুতুবপুর স্কুল এন্ড কলেজের অভিবাবক সদস্য মোঃ জিনারুল ইসলাম,দারুল আখেরাত কবর স্থানের সভাপতি মোঃ মোফাজ্জেল হক,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আলম,লিটন,মিজা,শরিফ,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।