বাগেরহাটের মোড়েলগঞ্জে অস্ত্র ঠেকিয়ে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
২০১৫ সালের ৩১ মে রাতে বাড়িতে ঢুকে অস্ত্র ঠেকিয়ে ওই নারীকে ধর্ষণ করে খোকা হালদার। সে সময় ঘরে ছিল গৃহবধূ ও দুই শিশুসন্তান। ধর্ষণের পর মোবাইল ফোন ও সোনার গয়না লুট করে পালিয়ে যায় আসামি খোকা হালদার।
কারাদণ্ড পাওয়া আসামি হলো মোড়েলগঞ্জের উওম ফুলহাতা গ্রামের খোকা হালদার। ওই নারীর স্বামী পরদিন খোকার হালদারের নামে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা করেন।
এ বিষয়ে রাষ্ট্রপহ্মের আইনজীবী রণজিৎ কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাগেরহাট নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল – ২ ‘এর বিচারক নূরে আলম গত বুধবার এ রায় দেন।
তিনি আরও বলেন, ৯ জনের সাহ্ম্য নেওয়ার পর গৃহবধূকে ধর্ষণের দায়ে আদালত খোকা হালদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।