নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নে ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল বিকাল ৪.০০ ঘটিকায় পাঁড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রার্থী ওবাইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, জেলা শ্রমিক লীগের সভাপতি, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু প্রমূখ। সভা সঞ্চালনা করেন ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টু।
আলোচনা সভায় মুঠোফোনে যুক্ত হয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে আজ দেশের মানুষ শান্তিতে রয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই।