নীলফামারীর ডিমলায় করোনা ভাইরাস (কোভিড ১৯) এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর প্রাদূর্ভাব মোকাবেলায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।
আজ ১৯ জানুয়ারি বুধবার দুপুরে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ডিমলা থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ডিমলা বাবুর হাট শহীদ অম্লান চত্বর থেকে শুরু করে বাজারের বিভিন্ন অলিগলিতে মাস্ক বিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নার্থ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ সরোয়ার আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার বানু, উপজেলা উপ সহকারী প্রকৌশলী ত্রান শাখা ফেরদৌস আলম, ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম সরকার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব আশরাফ আলী, বাংলাদেশ প্রেস ক্লাব ডিমলা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হামিদার রহমান সহ আরো অনেকে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড ১৯ এর যে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর প্রাদূর্ভাব ছড়িয়ে পড়ছে তা থেকে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হওয়া যাবেনা। প্রয়োজনে ঘরের বাহিরে বের হওয়া সময় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এছাড়াও সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানেটাইজার, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিস্কার পরিছিন্ন রাখতে হবে। যদি আমরা সকলে সচেতন হই তা হলে এ রোগের আক্রমণ থেকে কিছুটা হলেএ রক্ষা পাওয়া সম্ভব।