মঙ্গলবার ( ১৮ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ বিদায়ী নেতৃবৃন্দের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্বভার গ্রহণের পর নব নির্বাচিত নেতৃবৃন্দ বিদায়ী নেতৃবৃন্দ ও উপস্থিত সুধীবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। অতঃপর দুপুর ১:৩০ টায় চবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার ও বরিষ্ট শিক্ষকবৃন্দকে সাথে নিয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় চবি শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার, সহ-সভাপতি প্রফেসর আবদুল হক, কোষাধ্যক্ষ জনাব মোহাং জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক জনাব এস.এ. এম. জিয়াউল ইসলাম, সদস্য-প্রফেসর ড. নাজনীন নাহার ইসলাম, ড. শারমিন মুস্তারী, জনাব মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার, ড. ফণী ভূষণ বিশ্বাস, জনাব সৈয়দা করিমুন্নেছা এবং জনাব হোছাইন মোহাম্মদ ইউনুছ সিরাজী উপস্থিত ছিলেন। এরপর শিক্ষক সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দ স্বাধীনতার স্মারক ভাস্কর্য এবং শহীদ মিনার এ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
wsb/riad