বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবীদ হাসান জাফির তুহিন করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জ্বর-ঠান্ডা ও শ্বাসকস্টজনিত সমস্যা নিয়ে বর্তমানে তিনি নিজ বাসা উত্তরায় চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন কৃষকদল নেতা শফিকুল।
তার সুস্বাস্থ্য ও আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর,যুগ্ম-সচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অ্যাড.রুহুল কুদ্দুস তালুকদার দুলু,জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপার্সন’র উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব,কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।
কৃষিবীদ তুহিনের সুস্থতা কামনায় সারাদেশে দোয়া-মাহফিলের সিদ্ধান্ত নেবে বিএনপি।