বোয়ালমারী ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান যুবলীগের দুই নেতা
২৬ ডিসেম্বার সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়নের দুটিতে যুবলীগ থেকে দুই নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৬নং চতুল ইউনিয়নের নবাগত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম ।
তিনি চশমা প্রতীক নিয়ে ৪৫৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যানের ভাই এস এম আলিমুজ্জামান মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪২৬৬ ভোট পান। তবে এ ইউনিয়নে নৌকার প্রতীক নিয়ে আবুল বাশার ৭১৫ ভোট পেয়ে চতুর্থ হোন ।
অপরদিকে ৫নং বোয়ালমারী সদর ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছেন ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি মো. আব্দুল হক শেখ। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩০৫৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান একেএম হামিদুল বারী আনারস প্রতীক নিয়ে ২২০১ ভোট পেয়ে ছিলেন। নৌকা প্রতীক নিয়ে আব্দুল ওহাব তারা মোল্যা পেয়েছেন ৮৭০ ভোট। বিজয়ী দুই নবাগত চেয়ারম্যান জনগণের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আমরা আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকবো। যে কোন প্রয়োজনে কোন প্রকার কার্পন্য না করে আমাদের কাছে সরাসরি এসে কথা বলবেন। ইনশাআল্লাহ সকলের জন্য আমাদের দরজা খোলা থাকবে।
তারা আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের অধীনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নশীল দেশে পরিনিত হয়েছে। গ্রাম-গঞ্জে এখন শহরের বাতাস বইতে শুরু করেছে । এখন যত্রতত্র পাকা রাস্তা ঘাট, বাজার, এবং পল্লী এলাকায়ও বিদ্যুত ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে। ঘরে বসেই বিশ্বকে জানা যায়। এসবই আওয়ামী লীগ সরকারের অবদান। তাই আমরা চাই এ দুই ইউনিয়নকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তুলতে।