নিদ্রাহীন নেত্রে আমি নিশি জেগে রই,
এতো ভালোবাসা নিয়ে বলো তুমি কই!
মনো কোনে নাই কি এ মানবে প্রেম,
একটু পিছু ফিরে দেখ স্মৃতি ফ্রেম!
যেই তুমি এই মনে রানী হয়ে ছিলে
কোন সে আকাশে আজ রং ঢেলে দিলে!
তবে ভুলে গেছো কি সত্যি সবই!
ভাসে না কি ঐ মনে আমার ছবি?
বিকিয়ে দিলে প্রেম যদি সুখের দামে,
দুঃখের ইজারা দিও আমার নামে।
শান্তি সুখের ধারা বয়ে যাক প্রাণে,
আমি সুখ খুঁজে নেবো তোমার ঘ্রাণে।
বুক ভরা ভালোবাসা দিয়েছি তোমায়,
আজও চেয়ে আছি তবো সুখের আশায়!
ঐ প্রাণ ফুলে ফুলে যাক ছেয়ে যাক,
যাতনা বেদনাগুলো আমার হয়ে থাক।
দিন কেটে যায় বেশ কর্ম মুখর,
নিরব নিশি কাটে কষ্টে তুখর!
যদি কভূ মনে পড়ে ভুলে যাওয়া নাম,
পেয়ে যাবো জেনে নাও সবটুকু দাম।