নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তারাই গ্রামের মোঃ মোহাসিন এর সন্তান মোঃ লিটন আহামেদ । তার উন্নয়নশীল নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।
গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এ বছর ইউপি নির্বাচনে উপজেলার ৭ নং ডাহিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন মোঃ লিটন আহামেদ তিনি আধুনিক ওয়ার্ড গড়তে চান বলে জানান।
ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ লিটন আহামেদ বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৭নং ওয়ার্ডকে একটি রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা।
মোঃ লিটন আহামেদ আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই।
স্থানীয় সূত্রে জানা গেছে,, এবং তারাই এলাকাবাসী জানায় মোঃ লিটন আহামেদ আওয়ামী লীগকে অনেক ভালোবাসেন, তাই আমরা মোঃ লিটন আহামেদ ৭নং ওয়ার্ড মেম্বার হিসেবে দেখতে চাই।
মেম্বার পদপার্থী মোঃ লিটন আহামেদ জানায় অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করতে ২০২১ ৪র্থ ইউপি নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।
ওই ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় মোঃ লিটন আহামেদ দাঁড়ান। তিনি একজন সাধারণ পরিবারের সন্তান। তাকে আমরা সকলেই ভালোবাসি। মেম্বার হিসেবে আমরা মোঃ লিটন আহামেদ কেই চাই।’
একই ওয়ার্ডের আরেকজন বাসিন্দা বলেন, মোঃ লিটন আমাদের প্রিয় একজন মানুষ। তার দ্বারা সমাজের মানুষের উপকার হয়েছে। সে দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকে। কারও উপকার না করলেও ক্ষতি করে নাই। আমাদের সাধারণ মানুষের দাবি মোঃ লিটন আহামেদ কে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই।’
মোঃ আপেল নামে এক বাসিন্দা জানান, মোঃ লিটন আহামেদ আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন। তার দ্বারা সমাজের উন্নয়ন হবে। সাধারণ মানুষের উপকারে তিনি সর্বদা কাজ করেন।’