
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফকিরাখালী এলাকা থেকে এ বিপন্ন প্রাণীটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বসতবাড়ির পাশে মেছো বাঘের বাচ্চাটিকে দেখতে পেয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে বিযয়টি জানানো হয়।
চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মাজহারুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মেছো বাঘটির শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এর চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে মেছো বাঘটিকে নিরাপদ পরিবেশে বনে অবমুক্ত করা হবে।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.