
গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের সংযোগ স্থল ব্রীজের উপর এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বতর্মানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মুকসুদপুর থানা পুলিশ।
আহতরা হলেন, ধোপাকান্দি গ্রামের লিটন শেখ(৩০), হিরন শেখ(২৮), আবুল হাসান শেখ(৫০), মিজানুর শেখ (৫৫), ও খাঞ্জাপুর গ্রামের সাইফুল মোল্লা(৪৪), মাহাবুব মোল্লা(১৭) সহ অনেকে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাশঁবাড়ীয়া ইউপি এলাকাধীন ধোপাকান্দি গ্রামের ইনান শেখের বাড়ীতে তার ছেলে আবুল আসাদ শেখের (০৭) সুন্নতি খাতনা গায়ের হলুদের অনুষ্ঠার চলাকালিন সময় পাশ্ববর্তী খানজাপুর গ্রামের পলাশ মোল্যার ছেলে নাজিম মোল্লা (১৭), ফোনে ভিডিও ধারন করে। তখন ভিডিও ধারন করা কে কেন্দ্র করে ইনান শেখের বাড়ির লোকজনের সাথে নাজিম মোল্লার কথা কাটাকাটি হয়।
এই ঘটনার সুত্র ধরে সকালে ইনান শেখের বাড়ির লোকজন উজানী বাজারে আসলে খানজাপুর গ্রামের লোকজনের সাথে গতরাতের ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি পরবর্তীতে ধোপাকান্দি ও খানজাপুর দুই গ্রামবাসী দেশিও অস্ত্র নিয়ে সংঘর্ষর জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে বড় ধরনের কোন কিছু হওয়ার আগে মুকসুদপুর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.