
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) পদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে নওগাঁর সাপাহারে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছ মাঠপর্যায়ের কর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগবিধি সংস্কার ও বাস্তবায়ন নিয়ে আশ্বাস মিললেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। ফলে মাঠপর্যায়ে কর্মরত কর্মীরা কাজের সন্তুষ্টি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ সময় বক্তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠকর্মীদের ভূমিকা অপরিসীম। কিন্তু কাঙ্ক্ষিত নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় কর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) পদমর্যাদার নারী-পুরুষ কর্মীরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচি শেষে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা জানান।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.