তারিখঃ ০১ ডিসেম্বর ২০২০বীরাঙ্গনাদের বীরত্বগাথা গল্প নিয়ে সিনেমা “একজন মহান পিতা” বহুমাত্রিক লেখক গবেষক ও তারকা চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেনের একটি ঐতিহাসিক ও ট্রাজিক চলচ্চিত্র ‘একজন মহান পিতা’।
জাতির গৌরবময় ইতিহাসের ঐতিহাসিক অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা গল্পের অন্যতম প্রধান অধ্যায় – স্বাধীনতা যুদ্ধের পর নির্যাতিত (বীরাঙ্গনা)মেয়েদের পিতৃপরিচয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে এবং নির্যাতিত ও সমাজ পরিচয় দিতে অস্বীকৃতি জানালে – নির্যাতিত ও নিপীড়িত মা বোনদের উদ্দেশ্যে জাতির পিতা বলেন – নির্যাতিত সকল নারীর পিতার নামের যায়গায় লিখে দাও শেখ মুজিবুর রহমান আর ঠিকানা ধানমণ্ডি৩২।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মানবিক স্বীকৃতির ঐতিহাসিক দলিল – চলচ্চিত্র একজন মহান পিতা। এছাড়াও বাংলা এবং বাঙালীর সৃষ্টি ও শিল্প-সংস্কৃতির প্রতি পাকিস্তানিদের নগ্ন অর্বাচীন ধর্মীয় গোঁড়ামি ও নৃশংসতার বাস্তব চিত্র চলচিত্র ‘একজন মহান পিতা’ চলচ্চিত্রটি প্রযোজনা করেন শেখ শাহ আলম।
প্রধান চরিত্রে অভিনয় করেন মির্জা আফরিন ও হিমেল রাজ।অন্যান্য কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শেখ শাহ আলম,আলভি সরকার,সৃষ্টি মির্জা, সাগরিকা মন্ডল, রাশেদুল ইসলাম রাজিব, রাশেদ রেহমান, শ্যামল কান্তি নাগ, এইচ এম রাকিব, সাজু আহমেদ, রেজাউল রাজু প্রমুখ।