রিয়াদুন্নবী রিয়াদ,স্টাফ রিপোর্টার:
আজ সোমবার (২২- ফেব্রুয়ারি) লালমনিরহাট হাতীবান্ধা থানা এলাকায় দিবাকালীন বিশেষ অভিযান পরিচালনা কালে ০৫ নং সিন্দুনা ইউনিয়ন পরিষদের সামনে থেকে ০৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী হলেন মোহাম্মদ মোশাররফ হোসেন সুমন (২৬), পিতা-মৃত আশু মিয়া, মাতা মোসাম্মৎ মাকসুদা, সাং গেন্দুকুড়ি হাতিবান্ধা জেলা-লালমনিরহাট
থানা সূত্রে জানা যায়, হাতীবান্ধা থানা ইনচার্জ অফিসার এর নির্দেশনায় এসআই মোঃ শহিদুল ইসলাম, এএসআই আব্দুর রহিম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালান এবং ৪কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে, এই সংক্রান্তে আইনে হাতীবান্ধা থানার মামলা নং-১১/৪৪, তারিখঃ-২২/০২/২০২১ খ্রিঃ, ধারাঃ-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯ (ক) রুজু করা হয়।