রিয়াদুন্নবী রিয়াদ স্টাফ রিপোর্টার
লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন ৩২ নং টংভাঙ্গা বিট এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) একাধিক মাদক মামলার , ওয়ারেন্টভুক্ত আসামি আনোয়ার হোসেন ওরফে কালাচান (পিতাঃ মোঃ আব্দুল খালেক গ্রাম গেন্দুকুড়ি হাতীবান্ধা, লালমনিরহাট) গ্রেপ্তার করা হয় ।
মামলার জিআর নং ০৫/১৯, ( কালী), ১৪২/২০ ( হাতী), ১৪৭/২০(হাতী) ।
গ্রেফতারকারী অফিসার এসআই আঙ্গুর মিয়া, এসআই শহিদুল ইসলাম, এসআই বজলুল করিম এবং এএসআই আবু সাঈদ।