গাজীপুর কালিয়াকৈর সফিপুরে একটি ফ্লাইওভার র্নিমান হচ্ছে। এরই ধারাবাহিকতায় চৌরাস্তা থেকে চন্দ্রা চার লাইন এর একটি সড়ক র্নিমানের প্রায় শেষ পর্যায়ে।
সড়কের কিছু অংশ এখনও কাজ চলিতেছে। কাজের সুবিধার্থে সড়কের এক পাশ বন্ধ রেখে অন্য পাশের দুই দিকের যানবাহন চলাচল করার জন্য খোলা রাখে।এতে তীব্র যানজটের দেখা দেয়।
সফিপুর আনসার একাডেমি থেকে চন্দা পযর্ন্ত এমন দৃশ্য দেখা যায়। এতে র্দুভোগে পড়ে সাধারণ জনগণ।