জুমন , সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:
সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন এর দুই সামাজিক সংগঠন মাষ্টারপাড়া একতা উন্নায়ন সেবা সংস্থা ও স্পর্শ সেবা সংস্থার প্রতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বিকাল ৩ টায় আল আমিন সংলগ্ন মাঠে এই প্রতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ও ক্রিড়ানুরাগী জনাব মনসুর আলম সেচ্চাসেবী শাহরিয়ার জাহান শোভন,মাজেদুল হক,স্পর্শ সমাজ কল্যান সংস্থার সভাপ্রতি শাখাওয়াত হোসেন সোহাগ, স্পর্শ টিম মেনেজার মামুনুর রশিদ, মাস্টার পাড়া একতা উন্নায়ন সেবা সংস্থার টিম মেনেজার মোহাম্মদ ইয়াচিন সহ উভয় সংগঠন সদস্য ও স্থানীয় বিভিন্ন গন্যমান্য বেক্তিগন উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় স্পর্শ সমাজ কল্যান সংস্থা কে ২-০ গোলে হারিয়ে চেম্পিয়ান হয় মাষ্টার পাড়া একতা উন্নায়ন সেবা সংস্থা
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনসুর আলম বলেন যুব সমাজ কে অন্যায় কাজ থেকে বিরত রাখতে খেলার কোন বিকল্প নেই তিনি বলেন বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে থাকলে ও ফুটবলে অনেকটা পিছিয়ে আছে তাই তিনি মনে করেন এই ধরনের খেলা থেকে আগামীর জামাল ভূঞারা বেরিয়ে আসবে।