মাসুদ রানা-সৈয়দপুর প্রতিনিধি
নীলফামারী জেলার ঐতিহাসিক সৈয়দপুর উপজেলার পূর্ব বেলপুকুর দেড়ানী গ্রামের মৃত খাতির আলির ছেলে অভিযুক্ত ওয়াজেদ আলী টুকু বিয়ের প্রলোভনে ওই ছাত্রীকে অনেকবার ধর্ষণ করেন।চার মাসের গর্ভবতী হওয়ার পরে টুকু বিয়ে করতে অসম্মতি জানায়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো:আহসান তারেক অভিযুক্তের অনুপস্থিতিতে যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা জরিমানা রায় কার্যকর করেন।
বিয়ের প্রলোভনে ধর্ষণ ঘটনাটি ২০০৪ সালের প্রায় ১৭ বছর পালিয়ে ছিলেন অভিযুক্ত গৃহশিক্ষক ওয়াজেদ আলী টুকু।
আদালতের পিপি রমেন্দ্র নাথ বর্ধন বাপী বলেন, উক্ত ঘটনায় ঐ ছাত্রী বাদি হয়ে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ ২০০৪ সালের ২৪ জুন মামলা দায়ের করেন।
তদন্ত শেষে সৈয়দপুর থানা অভিযোগ দায়ের করেন আদালতে।