আশফাল আহম্মেদ রাফি, (ফেনী ):
ফেনীর সোনাগাজী উপজেলার পৌর শহর হোটেল গুলোতে দূষিত খাবার বিক্রি করায় ও সড়ককে ফুটপাত দখলমুক্ত করতে ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোঃ জাকির হোসেন। ফুটপাত দখল করে দূষিত খাবার বিক্রি করায় হাবিব মিষ্টি মেলা এন্ড রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নাছির ফ্যাশন, হাজী বিরিয়ানী সহ বিভিন্ন ফল দোকানীকে ১০ হাজার টাকা সহ ভবিষ্যতের জন্য সতর্ক করে সর্বমোট ২০হাজার টাকা জরিমানা করে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন জানান, ফুটপাত দখল করে রাখায় সোনাগাজী মূল শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করতে আজকে কয়েকটি দোকানদারকে সতর্ক করে জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।