জামালপুর ইসলামপুর উপজেলার ৪নং সাপধরী ইউনিয়নের অসহায়,হতদরিদ্র ও শীর্তাতদের মাঝে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পক্ষ হতে টিউবওয়েল ও বি.কে গ্লোবালাইজেশন কোম্পানি লিঃ এর পক্ষ হতে কম্বল বিতরন করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্জ ফরিদুল হক খান দুলাল এম.পি।
বুধবার ১০ ফেব্রুয়ারী সকাল ১১ টা দিকে গুঠাইল হাইস্কুল এন্ড কলেজ মাঠে কম্বল ও টিউবওয়েল বিতরনের উদ্বোধন করেন তিনি। এসময় ৫০ টি পরিবারের মাঝে টিউবওয়েল ও ২৫০ টি পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়।
ধর্মপ্রতিমন্ত্রী তার বক্তব্যে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও বি.কে গ্লোবালাইজেশন কোঃ লিঃ কতৃপক্ষেকে এমন কাজে এগিয়ে আসার জন্য কৃতজ্ঞতা এবং আয়োজক সবুজ মন্ডলের ভূয়সী প্রশংসা করেছেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন,ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ জামাল আব্দুন নাসের বাবুল মহোদয়,
জনাব, দিদারুল আলম মাকসুদ চৌধুরী (একান্ত সচিব ধর্মপ্রতিমন্ত্রী বাংলাদেশ সরকার)
জনাব, জাহাঙ্গীর আলম চৌধুরী (চেয়ারম্যান, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি)
জনাব, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ চৌধুরী (জেনারেল সেক্রেটারী,দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি)
জনাব মোঃ নাজমুল হাসান(সোহেল) পরিচালক, বি.কে গ্লোবালাইজেশন কোম্পানি লিঃ
জনাব মোঃ আব্দুল ওয়াহেদ মাস্টার সম্মানিত সদস্য বাংলাদেশ আওয়ামিলীগ, মাদারগঞ্জ উপজেলা শাখা। এবং সাপধরী কুলকান্দি, পাথশী, চিনাডুলী ইউনিয়নয়ের বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করছেন খলিলুর রহমান মন্ডল সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, ৪নং সাপধরী ইউনিয়ন শাখা। সঞ্চালনায় ছিলেন খায়রুল মমিন আমজাদ সদস্য, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগ, তমছের আলী মন্ডল সাধারণ সম্পাদক ৪নং সাপধরী ইউনিয়ন আওয়ামীলীগ।
আয়োজনে ছিলেন মোঃ সবুজ মন্ডল, সাপধরী ইসলামপুর জামালপুর।