এম মনির চৌধুরী রানা, বিশেষ প্রতিনিধি:
সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গৃহকর্মী মো.জমির উদ্দীনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (৩ মার্চ) সকালে সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, আজ সকালে মৃত আব্দুল হকের বড় ছেলে নেজাম উদ্দিন অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় আটক গৃহকর্মী মো. জসি, উদ্দীনকে গ্রেফতার দেখিয়েছি।
এর আগে গত সোমবার (১ মার্চ) সকালে হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীকে আটক করেছিল পুলিশ। তার স্বীকারোক্তিতে বাড়ির পেছনের পুকুরে দীর্ঘ ৪ ঘণ্টা সেচ দিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও ৩টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিতু বলেন, কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়াকে হত্যার ঘটনায় গৃহকর্মী মো.জমির উদ্দীনকে গ্রেফতার করার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
উল্লেখ গত সোমবার (১ মার্চ) সকালে কেওচিয়া চেয়ারম্যান পাড়ায় নিজ বাড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল হকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় শরীরে রক্ত, মাথা, চোখ ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছিলেন সাতকানিয়া থানার পুলিশ।