আয়শা সিদ্দিকা,বিশেষ প্রতিনিধি রংপুর:
পেট্রোল পাম্পে ওজনে কম দেওয়া প্রতিরোধে রংপুর নগরে অভিযান পরিচালনা করেছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। রংপুর নগরের মডার্ণ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয় ।
এসময় বিএসটিআই’র পরিদর্শক, র্যাব-১৩ এর সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে মিজান ফিলিং স্টেশন, চাঁদ ফিলিং স্টেশন ও ট্রাস্ট ফিলিং স্টেশনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।